৮ মাসেও শুরু হয়নি বিদ্যালয়ের ভবনের কাজ, নির্মাণ নিয়ে শঙ্কা

- আপডেট সময় : ০৯:০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইলের চরভেলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণের কার্যাদেশ পাওয়ার প্রায় আট মাস শেষ। কাজ সম্পন্ন করার বাকি আছে আর মাত্র ১৬ দিন। কিন্তু এখনো শুরু হয়নি ভবনের কাজ। এর জন্য ঠিকাদার, উপজেলা প্রকৌশলী ও প্রাথমিক শিক্ষা অফিস একে অপরকে দায়ী করছে।
উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, পিইডিপি-৪ প্রকল্পের আওতায় এক কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে গত ১২ জুন নান্দাইল উপজেলা চরভেলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারতলা ভবনের কাজটি পায় সিরাজগঞ্জের শাহজাদপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুপ্তি ট্রেডার্স। আগামী ১১ জুন কার্যাদেশের মেয়াদ শেষ হওয়ার কথা। যে জায়গায় ভবনটি নির্মাণ হবে সেই স্থানে একটি পুরাতন ভবন ও বেশ কয়েকটি গাছ থাকায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তা সরাতে নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হয়। স্থানীয় এক ব্যক্তি ওই নিলাম পেলেও নির্ধারিত স্থান থেকে পুরাতন ঘর ও গাছ সরানোর কাজ শুরু করেননি।
ফলে নতন ভবন নির্মাণের কাজ বিলম্বিত হয়।
জানা যায়, এই অজুহাতে গত ৯ ফেব্রুয়ারি উপজেলা প্রকৌশল বরাবর কাজ না করার আপত্তি জানিয়ে লিখিতভাবে চিঠি দেয় ঠিকাদার প্রতিষ্ঠান। এতে বেকায়দায় পড়ে উপজেলা প্রকৌশল অফিস। এখন ভবন নির্মাণ দিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এ ব্যাপারে চরভেলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদা নাজনীন জানান, কার্যাদেশ পাওয়ার পরপরই ঠিকাদারকে বারবার ফোন করে কাজ করার অনুরোধ করা হলেও তিনি অজ্ঞাত কারণে কাজ ধরেননি। এখন তো সময়ের অজুহাত দেখিয়ে কাজ না করতে চিঠি দিয়েছেন। এতে স্কুলটির ব্যাপক ক্ষতি হবে।
এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা জানান, নতুন ভবনের নির্মাণের জায়গা খালি করতে পুরাতন একটি ঘর ও বেশ কয়েকটি গাছ অপসারণের জন্য নিলামে টেন্ডার আহ্বান করা হয়। এতে জনৈক শাহিন নামে এক ব্যক্তি নিলাম পেলেও তিনি তা অপসারণ করেননি।
এতে ঠিকাদার ক্ষুব্ধ হয়ে এগিয়ে না আসায় এ জটিলতার সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রকৌশলী তৌহিদ আহম্মেদ জানান, ঠিকাদারকে বারবার বলার পরও তিনি কাজ ধরেননি। এর মধ্যে তিনি কাজ না করতে অপারগতা প্রকাশ করে চিঠি দিয়েছেন। তা ছাড়া প্রকল্পের মেয়াদও শেষ। এখন ওই চিঠি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাছাড়া এখন আর কাজ করার সময় নেই।