সিলেট ০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কুয়েটে ভিসি আছে, ভিসি নেই

আজকের পাতা ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি ড. মুহাম্মদ মাছুদ ও প্রো-ভিসি ড. মোহাম্মদ শরিফুল আলমকে অব্যাহতি প্রক্রিয়া শুরুর দুই দিন পার হলেও এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে স্পষ্ট নির্দেশনা আসেনি। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার স্বার্থে সাময়িকভাবে কাউকে ভিসি নিয়োগ বা নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগে সার্চ কমিটি গঠনেরও কোনো তথ্য মেলেনি। ভিসি ড. মুহাম্মদ মাছুদ ক্যাম্পাসে তার দপ্তরে না এলেও বাড়িতে বসেই তিনি বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। ফলে কুয়েটে এখন ‘ভিসি আছে, ভিসি নেই’ পরিস্থিতি তৈরি হয়েছে।

অন্যদিকে প্রো-ভিসি ড. মোহাম্মদ শরিফুল আলম বুধবারের পর থেকে ক্যাম্পাসে তার দপ্তরে আসেননি। একই সঙ্গে প্রো-ভিসির জন্য নির্ধারিত গাড়িও ব্যবহার করছেন না।

এর আগে বুধবার (২৩ এপ্রিল) রাত ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কুয়েটে ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরুর কথা জানান।

এদিকে ভিসি ও প্রো-ভিসির অব্যাহতির ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো চিঠি না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আনিছুর রহমান।

তিনি বলেন, এখন পর্যন্ত তাদের অপসারণের বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো চিঠি বা প্রজ্ঞাপন পাওয়া যায়নি। ফলে নিয়ম অনুযায়ী তারা এখনো স্বপদে বহাল রয়েছেন এবং স্বাভাবিক দাপ্তরিক কর্মকাণ্ডে তাদের অংশ নিতেও বাধা নেই।

তবে ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি দেওয়া হয়েছে দাবি করে বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা। নেচেগেয়ে তারা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কুয়েট রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন হিসেবে নতুন দিগন্তের সূচনা করল। একই সঙ্গে বিভিন্ন মহল নিজেদের স্বার্থে শিক্ষক ও শিক্ষার্থীদের মুখোমুখি করেছে দাবি করে তাদের যেকোনো ভুলের জন্য শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে প্রায় দুই মাস ধরে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুয়েটে ভিসি আছে, ভিসি নেই

আপডেট সময় : ০৮:০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি ড. মুহাম্মদ মাছুদ ও প্রো-ভিসি ড. মোহাম্মদ শরিফুল আলমকে অব্যাহতি প্রক্রিয়া শুরুর দুই দিন পার হলেও এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে স্পষ্ট নির্দেশনা আসেনি। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার স্বার্থে সাময়িকভাবে কাউকে ভিসি নিয়োগ বা নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগে সার্চ কমিটি গঠনেরও কোনো তথ্য মেলেনি। ভিসি ড. মুহাম্মদ মাছুদ ক্যাম্পাসে তার দপ্তরে না এলেও বাড়িতে বসেই তিনি বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। ফলে কুয়েটে এখন ‘ভিসি আছে, ভিসি নেই’ পরিস্থিতি তৈরি হয়েছে।

অন্যদিকে প্রো-ভিসি ড. মোহাম্মদ শরিফুল আলম বুধবারের পর থেকে ক্যাম্পাসে তার দপ্তরে আসেননি। একই সঙ্গে প্রো-ভিসির জন্য নির্ধারিত গাড়িও ব্যবহার করছেন না।

এর আগে বুধবার (২৩ এপ্রিল) রাত ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কুয়েটে ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরুর কথা জানান।

এদিকে ভিসি ও প্রো-ভিসির অব্যাহতির ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো চিঠি না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আনিছুর রহমান।

তিনি বলেন, এখন পর্যন্ত তাদের অপসারণের বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো চিঠি বা প্রজ্ঞাপন পাওয়া যায়নি। ফলে নিয়ম অনুযায়ী তারা এখনো স্বপদে বহাল রয়েছেন এবং স্বাভাবিক দাপ্তরিক কর্মকাণ্ডে তাদের অংশ নিতেও বাধা নেই।

তবে ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি দেওয়া হয়েছে দাবি করে বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা। নেচেগেয়ে তারা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কুয়েট রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন হিসেবে নতুন দিগন্তের সূচনা করল। একই সঙ্গে বিভিন্ন মহল নিজেদের স্বার্থে শিক্ষক ও শিক্ষার্থীদের মুখোমুখি করেছে দাবি করে তাদের যেকোনো ভুলের জন্য শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে প্রায় দুই মাস ধরে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।