সিলেটে বিআরটিএ অভিযান : জরিমানা আদায়

- আপডেট সময় : ১১:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্নে ঈদ যাত্রা করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বি আরটিএ) সিলেট কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ বুধবার (৪ জুন) দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুইটি বাস কোম্পানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। এই সময় ৮০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌসের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মাহফুজুর রহমান,র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ,বিআরটিএ সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোঃ ডালিম উদ্দিন,সহকারী পরিচালক মোঃ আবু আশরাফ সিদ্দিকী,
মোটরযান পরিদর্শক মোঃ জিল্লুর রহমান, মো: মোশারফ হোসেন, মোঃ আব্দুল বারী সহ বিআরটিএ ও শ্রমিক নেতৃবৃন্দরা।
বিআরটিএ সিলেট নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস বলেন, যাত্রীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে এ জন্য আমরা অভিযান পরিচালনা করছি। আগামী ১৬ জুন পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।