আইটেম গানে ফিরছেন শ্রুতি হাসান

- আপডেট সময় : ০৮:০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। সর্বশেষ এই তারকাকে প্রভাসের বিপরীতে ‘সালার’ সিনেমায় দেখা গিয়েছিল। বিশাল বাজেটের এই সিনেমার পরিচালক ছিলেন প্রশান্ত নীল। গুঞ্জন উঠেছে, খ্যাতিমান এই নির্মাতার নতুন আরেকটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ‘রামাইয়া ভাস্তভাইয়া’খ্যাত এ তারকা।
১২৩তেলেগুর এক প্রতিবেদন অনুসারে, শ্রুতি হাসানকে এই ছবিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও রুক্মিণী বসন্ত ইতোমধ্যেই অ্যাকশন ঘরানার এ ছবিটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন বলে নিশ্চিত হওয়া গেছে। তবে সালার অভিনেত্রী ছবির একটি বিশেষ গানে অভিনয় করবেন। তাই এটি একটি ক্যামিও হতে যাচ্ছে।
যদিও পরিচালক প্রশান্ত নীল সাধারণত তার সিনেমায় আইটেম গান তেমন একটা রাখেন না। তবে এবার শ্রুতির গানে যোগদান জুনিয়র এনটিআরের চরিত্রটিকে সিনেমায় আরও ভালোভাবে সংযোগ ঘটাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে নির্মাতার থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
গুঞ্জন আছে, ছবিটির নাম আপাতত ‘এনটিআরনিল’ রাখা হলেও সামনে নাম পরিবর্তন করে ‘ড্রাগন’ রাখা হতে পারে। এর আগে এসএস রাজামৌলি এক জনসমক্ষে উপস্থিত হয়ে ভুলবশত এই ছবিটিকে ড্রাগন নাম দিয়ে সম্বোধন করেছিলেন। তার পর থেকে বিষয়টি আরও ভাইরাল হয়ে যায় এবং ভক্তরা আরও কৌতূহলী হয়ে ওঠেন।
উল্লেখ্য, জুনিয়র এনটিআর সম্প্রতি বলিউডের বহুল আলোচিত ‘ওয়ার ২’ সিনেমার শুটিং শেষ করেছেন। ছবিটিতে তার সহ-অভিনেতা হিসেবে আছেন হৃত্বিক রোশন। ইতোমধ্যেই প্রশান্ত নীলের নতুন এই সিনেমার শুটিং সেটেও যোগ দিয়েছেন এই দক্ষিণী তারকা।