সিলেট ০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শাহরুখ-সালমান মধ্যরাতে গোপনে আমিরের বাড়িতে, নতুন কোনো চমক? 

আজকের পাতা ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

জনপ্রিয়তায় কেউ কারও চেয়ে কম নন। যেমন শাহরুখ-সালমান তেমনই আমির খান। গোটা বলিউড যেন তাদের হাতের মুঠোয়। তিনজন এক হলেই নড়েচড়ে বসেন অনুরাগীরা। সে সাক্ষাৎ যদি হয় গোপনে তবে যেন হৃৎকম্পন বেড়ে যায় সবার। 

সালমান-শাহরুখ গতকাল বুধবার মধ্যরাতে চুপিসারে আমিরের বাড়ি যেতেই সচেতন সবাই। তবে কি একফ্রেমে দেখা যাবে এই ত্রয়ীকে? প্রশ্ন উঁকি দিচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তবে জানা এগছে, সামনে আমিরের জন্মদিন। সে অনুষ্ঠানের প্রাক উদযাপনে যোগ দিতে মিস্টার পারফেকশনিস্ট-এর পালি হিলসের বাড়িতে যান শাহরুখ-সালমান। পাপারাজ্জিরাও তক্কে তক্কে ছিলেন কখন একসঙ্গে ফ্রেমবন্দি করবেন তাদের! 

তবে আমিরের কারণে সুবিধা করতে পারেননি। কেননা ক্যামেরা দেখে সালমান-শাহরুখকে মুখ ঢেকে যাওয়ার পরামর্শ দেন তিনি। সালমান-শাহরুখও সেই মতো বেরিয়ে যান বাড়ি থেকে। ফলে তাদের মুখ ঢাকা ছবি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। 

এদিকে সেসব ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে একেকজন একেক রকম মন্তব্য করছেন। কারও মন্তব্য, ‘নিশ্চয়ই নতুন কোনো ছবির পরিকল্পনা চলছে।’ কেউ বলছেন, ‘আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পর থেকেই ফটোশিকারিদের থেকে দূরে থাকেন।’

এদিকে শাহরুখের হাতে একাধিক সিনেমার কাজ। মেয়ে সুহানার সঙ্গে দেখা যাবে ‘কিং’ সিনেমায়। অন্যদিকে তৈরি হয়েছে ‘পাঠান ২’র চিত্রনাট্যের কাজ। ২০২৬-এ জ্বলে উঠবে ক্যামেরা-লাইট।

অন্যদিকে সালমান ব্যস্ত তার মুক্তিপ্রতিক্ষীত সিনেমা ‘সিকান্দার’ নিয়ে। এরইমধ্যে প্রকাশ পেয়েছে গান ও টিজার। এতে ভাইজান ছাড়াও আছেন রাশমিকা মানদানা, কাজল আগারওয়াল, শারমান যোশী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাহরুখ-সালমান মধ্যরাতে গোপনে আমিরের বাড়িতে, নতুন কোনো চমক? 

আপডেট সময় : ০৩:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

জনপ্রিয়তায় কেউ কারও চেয়ে কম নন। যেমন শাহরুখ-সালমান তেমনই আমির খান। গোটা বলিউড যেন তাদের হাতের মুঠোয়। তিনজন এক হলেই নড়েচড়ে বসেন অনুরাগীরা। সে সাক্ষাৎ যদি হয় গোপনে তবে যেন হৃৎকম্পন বেড়ে যায় সবার। 

সালমান-শাহরুখ গতকাল বুধবার মধ্যরাতে চুপিসারে আমিরের বাড়ি যেতেই সচেতন সবাই। তবে কি একফ্রেমে দেখা যাবে এই ত্রয়ীকে? প্রশ্ন উঁকি দিচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তবে জানা এগছে, সামনে আমিরের জন্মদিন। সে অনুষ্ঠানের প্রাক উদযাপনে যোগ দিতে মিস্টার পারফেকশনিস্ট-এর পালি হিলসের বাড়িতে যান শাহরুখ-সালমান। পাপারাজ্জিরাও তক্কে তক্কে ছিলেন কখন একসঙ্গে ফ্রেমবন্দি করবেন তাদের! 

তবে আমিরের কারণে সুবিধা করতে পারেননি। কেননা ক্যামেরা দেখে সালমান-শাহরুখকে মুখ ঢেকে যাওয়ার পরামর্শ দেন তিনি। সালমান-শাহরুখও সেই মতো বেরিয়ে যান বাড়ি থেকে। ফলে তাদের মুখ ঢাকা ছবি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। 

এদিকে সেসব ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে একেকজন একেক রকম মন্তব্য করছেন। কারও মন্তব্য, ‘নিশ্চয়ই নতুন কোনো ছবির পরিকল্পনা চলছে।’ কেউ বলছেন, ‘আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পর থেকেই ফটোশিকারিদের থেকে দূরে থাকেন।’

এদিকে শাহরুখের হাতে একাধিক সিনেমার কাজ। মেয়ে সুহানার সঙ্গে দেখা যাবে ‘কিং’ সিনেমায়। অন্যদিকে তৈরি হয়েছে ‘পাঠান ২’র চিত্রনাট্যের কাজ। ২০২৬-এ জ্বলে উঠবে ক্যামেরা-লাইট।

অন্যদিকে সালমান ব্যস্ত তার মুক্তিপ্রতিক্ষীত সিনেমা ‘সিকান্দার’ নিয়ে। এরইমধ্যে প্রকাশ পেয়েছে গান ও টিজার। এতে ভাইজান ছাড়াও আছেন রাশমিকা মানদানা, কাজল আগারওয়াল, শারমান যোশী প্রমুখ।