রিতেশের ছবির কোরিওগ্রাফারের মৃত্যু

- আপডেট সময় : ০৬:৫৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ কমেডি,অ্যাকশান, রোমান্টিক সিনেমায় অভিনয় দিয়ে অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও সুপরিচিত। মারাঠি যোদ্ধা ছত্রপতি শিবাজি মহারাজের জীবন কাহিনীর ওপর ভিত্তি করে নির্মিত ‘রাজা শিবাজি’ ছবিটি পরিচালনা করছেন রিতেশ।
ছবির শুটিং ভালো ভাবেই চলছিল, এরইমধ্যে কোরিওগ্রাফারের মৃত্যু সংবাদে বন্ধ হয়ে গেছে ‘রাজা শিবাজি’ ছবির শুটিং। বৃহস্পতিবার মুম্বাই পুলিশ জানিয়েছে, ‘এ ছবির কোরিওগ্রাফারদের মধ্যে ২৬ বছর বয়সী সৌরভ শর্মা নামে একজন নৃত্যশিল্পী ছিলেন। মহারাষ্ট্রের সাতারা জেলায় একটি গানের দৃশ্যের শুটিং শেষে কৃষ্ণা নদীতে ডুবে মারা যান। কীভাবে প্রাণহানির ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত করেছে স্থানীয় পুলিশ।’
গত মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় মুম্বাই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সাতারা জেলার কৃষ্ণা ও ভেন্না নদীর মোহনায় অবস্থিত মাহুলি গ্রামে এই ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমকে এ ছবির একজন কর্মী বলেন, ‘মহারাষ্ট্রের সাতারা জেলার মাহুলি গ্রামে এ ছবির একটা গানের শুটিং চলছিল। গানের কোরিওগ্রাফিতে একটি রঙ ছিটানোর দৃশ্যে ছিল। রঙ ছিটানোর সময় কিছু রঙ সৌরভের হাতে লেগে যায়। শুটিং শেষে কৃষ্ণা নদীতে হাত ধুতে যায়। হাত ধুয়ে নদীতে সাঁতার কাটতে নামেন। পানির স্রোতের তীব্রতায় নদীর কিনারায় ফিরতে পারেননি।’
বলে রাখা ভালো, ছবিটি পরিচালনার পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয় করছেন রিতেশ। জানা গেছে মারাঠি এবং হিন্দি দুই ভাষাতে মুক্তি পাবে কিংবদন্তি শিবাজির জীবন কাহিনীর ওপর নির্মিত ছবিটি।