ঢাকায় একইদিনে দুই কনসার্ট, মাতাবেন নগর বাউল

- আপডেট সময় : ০৪:৩৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ৫ বার পড়া হয়েছে
নগরবাউল জেমসসহ চার শিল্পী এবং চারটি ব্যান্ড দুইটি আলাদা কনসার্ট মাতাতে আসছেন ঢাকার দুই ভেন্যুতে।
শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখবেন তারা।
‘রিদম অব ইয়ুথ’ নামের ওপেন এয়ার কনসার্টটি হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকার টগি ক্লাবে এবং ‘অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি’ শিরোনামের কনসার্ট বসছে রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি মিলনায়তনে।
বসুন্ধরা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের আয়োজনে শিক্ষার্থীদের জন্য হতে যাচ্ছে ‘রিদম অব ইয়ুথ’ কনসার্ট। যেখানে পারফর্ম করবেন নগর বাউল জেমস।
জেমসের সঙ্গে আরও আছেন অ্যাভোয়েড রাফা, অ্যাঞ্জেল নূর ও থ্রি-এ.ডি। এছাড়াও পারফর্ম করবে ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন ও মেঘদল।
কনসার্টটি উপভোগ করতে কোনো টিকেট লাগছে না, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করে শিক্ষার্থীরা কনসার্টটি উপভোগ করতে পারবেন। কনসার্ট শুরু হবে দুপুর ২টায়; চলবে মাঝ রাত পর্যন্ত।
২৬ বছরে ‘অর্থহীনের’ এবারই প্রথম
প্রতিষ্ঠার আড়াই দশক পর প্রথমবারের মত একক কনসার্ট নিয়ে হাজির হচ্ছে ব্যান্ড ‘অর্থহীন’। ‘অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি’ শিরোনামের এই কনসার্ট সাজানো হয়েছে জনপ্রিয় ভিডিও গেম সাইবারপাঙ্ক ২০৭৭ এর আদলে।
২৬ বছরের সংগীত যাত্রায় এটি হতে যাচ্ছে অর্থহীনের প্রথম একক কনসার্ট। সেখানে অর্থহীন তাদের পুরনো গানের পাশাপাশি নতুন গানও গাইবে।
প্রযুক্তিনির্ভর দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে এই অভিনব কনসার্টের আয়োজন করেছে এ্যাসেন। যেখানে আধুনিক প্রযুক্তির সহায়তায় সাইবারপাংক থিমযুক্ত পরিবেশ তৈরি করা হবে।
কনসার্টের গেইট খোলা হবে বিকেল ৪ টায় এবং শুরু হবে সন্ধ্যা ৬টায়।
কনসার্টের টিকেট মিরেটে তিন ক্যাটাগরিতে। এলিট ওভাররাইড পাসের টিকেটমূল্য ৫ হাজার ৫০০ টাকা, ভিআইপি নেক্সাস পাসের মূল্য ২ হাজার এবং নিয়ন অ্যাকসেস পাস ১ হাজার ২০০ টাকা ধরা হয়।
অর্থহীন ব্যান্ডটির লাইনআপে রয়েছেন সাইদুস সালেহীন সুমন, মার্ক ডন (ড্রামস) ও এহতেশাম আলী মঈন (গিটার)।