বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক শেষে যা বললেন তামিম ইকবাল

- আপডেট সময় : ০৬:৫৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ৫ বার পড়া হয়েছে
আজ শুক্রবার সকালেই ক্রিকেটাঙ্গণে আলোড়ন তোলে তামিম ইকবালের হঠাৎ সংবাদ সম্মেলনের বিষয়টি। সকাল ১১টার দিকে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ-শরিফুল ইসলামসহ আরও অনেক ক্রিকেটারই হাজির হয়েছিলেন। ক্রিকেটাররা নিজেরা আলোচনার পর বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে।
ধারণা করা হয়েছিল, তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়েই আজ বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করবেন ক্রিকেটাররা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তামিমও জানিয়েছেন, এ বিষয় নিয়েই কথা বলেছেন তারা। এছাড়া আরও কিছু বিষয় নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করেছেন ক্রিকেটাররা।
তাওহিদ হৃদয়কে আবার শাস্তি দেওয়ার বিষয়টি হাস্যকর জানিয়ে তামিম বলেন, ‘তাওহিদ হৃদয়ের শাস্তি হয়ে গেছে। কিন্তু আমরা শুনেছি কাল তাকে আবার এক ম্যাচের জন্য বহিষ্কার করা হয়েছে। এটা কোন নিয়মে আমাদের জানা নেই। এটা হাস্যকর। বিসিবি তাকে খেলতে দিয়েছে, আবার কিভাবে শাস্তি দেয়!’