সিলেট ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

১৪ বছর বয়সী ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে যে শঙ্কা শেবাগের

আজকের পাতা ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ৫ বার পড়া হয়েছে

নিলামের টেবিলে ঝড় তুলে এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসে নাম লিখিয়েছেন বৈভব সূর্যবংশী। এরপর ইতিহাস গড়ে মাত্র ১৪ বছর বয়সেই টুর্নামেন্টটিতে তার অভিষেকও হয়েছে। অভিষেক ম্যাচটি বৈভব শুরুই করেন কাভার অঞ্চল দিয়ে বিশাল এক ছক্কা হাঁকিয়ে। প্রায় স্বপ্নের মতো অভিষেক হওয়ার পরও বাঁ-হাতি এই ব্যাটারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন সাবেক ভারতীয় তারকা বীরেন্দর শেবাগ।

রাজস্থান রয়্যালসের এই ওপেনার ১৯ এপ্রিল আইপিএলে প্রথমবার খেলতে নামেন লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। প্রথম বলেই শার্দুল ঠাকুরের ডেলিভারিতে ছয় দিয়ে শুরু, এরপর বৈভব থেমেছেন ২০ বলে ৩৪ রানের ক্যামিও ঝড় তুলে। দ্বিতীয় ম্যাচেও গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তেমন কিছুরই ইঙ্গিত দেন ১৪ বছর বয়সী এই কিশোর। তবে ১২ বলে ২ ছয়ে ১৬ রান করার পরই তাকে ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে ফিরতে হয়।

শুরুতেই চমক জাগানো এই ক্রিকেটারের ভবিষ্যতের জন্য কিছু টোটকা দিয়েছেন শেবাগ। সাবেক এই ভারতীয় বিধ্বংসী ব্যাটারের মতে, ‘সূর্যবংশীর লক্ষ্য থাকা উচিৎ, ২০ বছর ধরে আইপিএলে খেলার। বিরাট কোহলির দিকে তাকাও, যে ১৯ বছর বয়সে খেলা শুরু করেছিল। এরপর ১৮টি মৌসুম ধরে খেলছে। কোহলিদের অনুসরণ করার চেষ্টা করা উচিৎ। কিন্তু যদি সে এই আইপিএল নিয়ে খুশি থাকে এবং ভাবে যে, ও এখন কোটিপতি, ওর অভিষেক দুর্দান্ত ছিল, প্রথম বলেই ও ছক্কা মেরেছে, তাহলে হয়তো পরের বছর আমরা ওকে দেখতে পাব না।’

শেবাগ এসব কথা বলেছেন ক্রিকবাজে বেঙ্গালুরু বনাম রাজস্থান ম্যাচটির খেলা বিশ্লেষণ করতে গিয়ে। তিনি মূলত ১৪ বছরের কিশোরকে কোহলির মতো দীর্ঘ ক্যারিয়ার গড়ার দিকে মনোনিবেশ করতে বলেছেন। এ ছাড়া বৈভবের ব্যাটিংয়ে কিছুটা তাড়াহুড়ো করার মনোভাবও লক্ষ্য করা গেছে। সে কারণে তাকে ধৈর্য্য ধরে খেলার বিষয়ে সতর্ক করেছেন শেবাগ। প্রাথমিক সাফল্যে স্বাভাবিকভাবেই সবাই বাহবা দিলেও, তাতে বেশি উচ্ছ্বসিত না হওয়ার পরামর্শ সাবেক এই তারকার।

শঙ্কা ও সম্ভাবনার কথা জানিয়ে শেবাগ বলছেন, ‘যদি তুমি মাঠে যাও এবং জেনে থাকো যে, তোমার ভালো পারফরম্যান্সের জন্য প্রশংসিত হবে এবং খারাপ পারফরম্যান্সের জন্য সমালোচিত হবে, তাহলে তুমি মাঠেই থাকবে। আমি অনেক খেলোয়াড়কে একটি বা দু’টি ম্যাচের পর বিখ্যাত হতে দেখেছি। তারপর তারা কিছুই করতে পারেননি। কারণ তারা মনে করেছিলেন, ইতোমধ্যেই তারকা খেলোয়াড় হয়ে উঠেছেন।’

২০২৫ আইপিএলের আগে মেগা নিলাম থেকে বৈভব সূর্যবংশীকে ১.১০ কোটি রুপিতে কিনে নেয় রাজস্থান রয়্যালস। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ কোটিপতি খেলোয়াড় হয়ে ওঠে বৈভব। যদিও প্রথমে গুঞ্জন ছিল, চলতি মৌসুমেই তার অভিষেক হওয়ার সম্ভাবনা কম। রাজস্থান কোচ রাহুল দ্রাবিড় তাকে হাতেকলমে আরও গড়ে তুলতে চান। তবে রাজস্থানের নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসনের ইনজুরি বৈভবের জন্য সুযোগ তৈরি করে। বর্তমানে চোটের কারণে স্যামসন মাঠের বাইরে আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৪ বছর বয়সী ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে যে শঙ্কা শেবাগের

আপডেট সময় : ০৬:১৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

নিলামের টেবিলে ঝড় তুলে এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসে নাম লিখিয়েছেন বৈভব সূর্যবংশী। এরপর ইতিহাস গড়ে মাত্র ১৪ বছর বয়সেই টুর্নামেন্টটিতে তার অভিষেকও হয়েছে। অভিষেক ম্যাচটি বৈভব শুরুই করেন কাভার অঞ্চল দিয়ে বিশাল এক ছক্কা হাঁকিয়ে। প্রায় স্বপ্নের মতো অভিষেক হওয়ার পরও বাঁ-হাতি এই ব্যাটারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন সাবেক ভারতীয় তারকা বীরেন্দর শেবাগ।

রাজস্থান রয়্যালসের এই ওপেনার ১৯ এপ্রিল আইপিএলে প্রথমবার খেলতে নামেন লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। প্রথম বলেই শার্দুল ঠাকুরের ডেলিভারিতে ছয় দিয়ে শুরু, এরপর বৈভব থেমেছেন ২০ বলে ৩৪ রানের ক্যামিও ঝড় তুলে। দ্বিতীয় ম্যাচেও গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তেমন কিছুরই ইঙ্গিত দেন ১৪ বছর বয়সী এই কিশোর। তবে ১২ বলে ২ ছয়ে ১৬ রান করার পরই তাকে ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে ফিরতে হয়।

শুরুতেই চমক জাগানো এই ক্রিকেটারের ভবিষ্যতের জন্য কিছু টোটকা দিয়েছেন শেবাগ। সাবেক এই ভারতীয় বিধ্বংসী ব্যাটারের মতে, ‘সূর্যবংশীর লক্ষ্য থাকা উচিৎ, ২০ বছর ধরে আইপিএলে খেলার। বিরাট কোহলির দিকে তাকাও, যে ১৯ বছর বয়সে খেলা শুরু করেছিল। এরপর ১৮টি মৌসুম ধরে খেলছে। কোহলিদের অনুসরণ করার চেষ্টা করা উচিৎ। কিন্তু যদি সে এই আইপিএল নিয়ে খুশি থাকে এবং ভাবে যে, ও এখন কোটিপতি, ওর অভিষেক দুর্দান্ত ছিল, প্রথম বলেই ও ছক্কা মেরেছে, তাহলে হয়তো পরের বছর আমরা ওকে দেখতে পাব না।’

শেবাগ এসব কথা বলেছেন ক্রিকবাজে বেঙ্গালুরু বনাম রাজস্থান ম্যাচটির খেলা বিশ্লেষণ করতে গিয়ে। তিনি মূলত ১৪ বছরের কিশোরকে কোহলির মতো দীর্ঘ ক্যারিয়ার গড়ার দিকে মনোনিবেশ করতে বলেছেন। এ ছাড়া বৈভবের ব্যাটিংয়ে কিছুটা তাড়াহুড়ো করার মনোভাবও লক্ষ্য করা গেছে। সে কারণে তাকে ধৈর্য্য ধরে খেলার বিষয়ে সতর্ক করেছেন শেবাগ। প্রাথমিক সাফল্যে স্বাভাবিকভাবেই সবাই বাহবা দিলেও, তাতে বেশি উচ্ছ্বসিত না হওয়ার পরামর্শ সাবেক এই তারকার।

শঙ্কা ও সম্ভাবনার কথা জানিয়ে শেবাগ বলছেন, ‘যদি তুমি মাঠে যাও এবং জেনে থাকো যে, তোমার ভালো পারফরম্যান্সের জন্য প্রশংসিত হবে এবং খারাপ পারফরম্যান্সের জন্য সমালোচিত হবে, তাহলে তুমি মাঠেই থাকবে। আমি অনেক খেলোয়াড়কে একটি বা দু’টি ম্যাচের পর বিখ্যাত হতে দেখেছি। তারপর তারা কিছুই করতে পারেননি। কারণ তারা মনে করেছিলেন, ইতোমধ্যেই তারকা খেলোয়াড় হয়ে উঠেছেন।’

২০২৫ আইপিএলের আগে মেগা নিলাম থেকে বৈভব সূর্যবংশীকে ১.১০ কোটি রুপিতে কিনে নেয় রাজস্থান রয়্যালস। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ কোটিপতি খেলোয়াড় হয়ে ওঠে বৈভব। যদিও প্রথমে গুঞ্জন ছিল, চলতি মৌসুমেই তার অভিষেক হওয়ার সম্ভাবনা কম। রাজস্থান কোচ রাহুল দ্রাবিড় তাকে হাতেকলমে আরও গড়ে তুলতে চান। তবে রাজস্থানের নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসনের ইনজুরি বৈভবের জন্য সুযোগ তৈরি করে। বর্তমানে চোটের কারণে স্যামসন মাঠের বাইরে আছেন।