ক্রিকেটারদের ৭৫ শতাংশ ম্যাচ ফি কমানোর সিদ্ধান্ত বাতিল পিসিবির

- আপডেট সময় : ০৭:৩৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৪ বার পড়া হয়েছে
সম্প্রতি ক্রিকেটারদের টানা ব্যর্থতায় জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে ক্রিকেটারদের ম্যাচ ফি ৭৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।বোর্ডের এ আচমকা সিদ্ধান্তে নতুন করে সমালোচনা শুরু হয় দেশটির ক্রিকেটাঙ্গনে। এমন প্রতিক্রিয়ায় ম্যাচ ফি কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। দেশটির ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
পিসিবির এক মুখপাত্রের বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, ঘরোয়া ক্রিকেট খেলোয়াড়দের ম্যাচ ফি কমানোর বিষয়টি মহসিন নাকভির নজরে এসেছে। এরপর ঘরোয়া ক্রিকেটের পরিচালক আবদুল্লাহ খুররম নিয়াজিকে ম্যাচ ফি অপরিবর্তিত রাখার নির্দেশ দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। একইসঙ্গে সকল খেলোয়াড়ের ম্যাচ ফি পুনর্বিবেচনা করার নির্দেশও দিয়েছেন নাকভি- এমনটাই জানিয়েছে ক্রিকেট পাকিস্তান।
সর্বশেষ ৭৫ শতাংশ ম্যাচ ফি কমিয়ে দিয়েছিল পিসিবি।
গত বছর পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের প্রতিটি ম্যাচ খেলার জন্য ৪০ হাজার পাকিস্তানি রুপি করে পেতেন ক্রিকেটাররা। প্রথম একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা পেতেন ২০ হাজার পাকিস্তানি রুপি করে। যা কমিয়ে যথাক্রমে ১০ হাজার পাকিস্তানি রুপি এবং ৫ হাজার পাকিস্তানি রুপি করা হয়েছিল।
পিসিবির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা হয় পাকিস্তানের ক্রিকেট মহলে।
বাবর আজমসহ অনেক ক্রিকেটার এই প্রতিযোগিতায় খেলবেন না বলেও জানান। সমালোচনার মুখে সে সিদ্ধান্ত থেকে সরে যেতে বাধ্য হলো পিসিবি।
শেষ পর্যন্ত জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ ফি অপরিবর্তীত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে গত বছরের মতো এবারও প্রথম একাদশে থাকা ক্রিকেটাররা প্রতিটি ম্যাচ খেলার জন্য ৪০ হাজার পাকিস্তানি রুপি করে পাবেন। প্রথম একাদশের বাইরের ক্রিকেটাররা পাবেন ২০ হাজার পাকিস্তানি রুপি করে।