সিলেট ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় টেস্টের ভেন্যুতে বাংলাদেশ, হোয়াইটওয়াশ নাকি সান্ত্বনার জয়?

আজকের পাতা ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ৫ বার পড়া হয়েছে

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে ৩ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। অথচ সফরকারী দলটি টেস্ট ক্রিকেটে জয়হীন ছিল গেল ৪ বছর ধরে। বাংলাদেশের বিপক্ষে টেস্টের হিসাবটা আসলে সেই সময়টা ৭ বছরের মতো। সে কারণে হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে এমন হারের কথা হয়তো কল্পনাও করেনি বাংলাদেশের সমর্থকরা। এমন হারকে খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিসিবির কর্তারাও।

এরই মধ্যে দ্বিতীয় টেস্ট খেলতে সিলেট থেকে বাংলাদেশ দল এখন চট্টগ্রামে। আজ শুক্রবার দুপুর নাগাদ বন্দরনগরীতে পৌঁছায় টাইগাররা। 
 
এর আগে গেল বুধবার রাতে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। যেখানে তিন বছর পর আন্তর্জাতিক টেস্ট দলে ডাক পান এনামুল হক বিজয়। এ ছাড়া টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা স্পিনার তানভীর ইসলামও স্কোয়াডে রয়েছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ)। আগের ম্যাচের দলে যে একটি পরিবর্তন আসছে সেটি আগেই ধারণা করা হয়েছিল। 

কারণ নাহিদ রানা এই ম্যাচ খেলেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে চলে যাবেন। তার জায়গায় দলে নেওয়া হয়েছে স্পিনার তানভীরকে। এ ছাড়া প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি ওপেনার জাকির হাসানের। আসন্ন টেস্টে তার পরিবর্তে ডাক পেয়েছেন বিজয়। যিনি সাম্প্রতিক সময়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ ফর্মে আছেন।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ স্কোয়াড 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দ্বিতীয় টেস্টের ভেন্যুতে বাংলাদেশ, হোয়াইটওয়াশ নাকি সান্ত্বনার জয়?

আপডেট সময় : ০৬:৪৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে ৩ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। অথচ সফরকারী দলটি টেস্ট ক্রিকেটে জয়হীন ছিল গেল ৪ বছর ধরে। বাংলাদেশের বিপক্ষে টেস্টের হিসাবটা আসলে সেই সময়টা ৭ বছরের মতো। সে কারণে হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে এমন হারের কথা হয়তো কল্পনাও করেনি বাংলাদেশের সমর্থকরা। এমন হারকে খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিসিবির কর্তারাও।

এরই মধ্যে দ্বিতীয় টেস্ট খেলতে সিলেট থেকে বাংলাদেশ দল এখন চট্টগ্রামে। আজ শুক্রবার দুপুর নাগাদ বন্দরনগরীতে পৌঁছায় টাইগাররা। 
 
এর আগে গেল বুধবার রাতে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। যেখানে তিন বছর পর আন্তর্জাতিক টেস্ট দলে ডাক পান এনামুল হক বিজয়। এ ছাড়া টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা স্পিনার তানভীর ইসলামও স্কোয়াডে রয়েছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ)। আগের ম্যাচের দলে যে একটি পরিবর্তন আসছে সেটি আগেই ধারণা করা হয়েছিল। 

কারণ নাহিদ রানা এই ম্যাচ খেলেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে চলে যাবেন। তার জায়গায় দলে নেওয়া হয়েছে স্পিনার তানভীরকে। এ ছাড়া প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি ওপেনার জাকির হাসানের। আসন্ন টেস্টে তার পরিবর্তে ডাক পেয়েছেন বিজয়। যিনি সাম্প্রতিক সময়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ ফর্মে আছেন।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ স্কোয়াড 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।