সিলেট ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মুমিনুলের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ, আবাহনীর বড় সংগ্রহ

আজকের পাতা ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডের খেলা চলছে আজ। শনিবার তিন ভেন্যুতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নেমেছে ছয় দল। বিকেএসপির তিন নম্বর মাঠে খেলছে ব্রাদার্স ইউনিয়ন ও আবাহনী। প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে তিনশর বেশি রান সংগ্রহ করেছে হান্নান সরকারের শিষ্যরা।

নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে আবাহনী সংগ্রহ করেছে ৩১০ রান। দলের হয়ে সর্বোচ্চ ৯২ রান করেন মুমিনুল হক। ৮ রানের জন্য করতে পারেননি সেঞ্চুরি। তাছাড়া মোহাম্মদ মিঠুন করেন ৭১ রান। শেষ দিকে ভালো ব্যাটিং করেছেন মাহফুজুর রহমান রাব্বি এবং রাকিবুল হাসান। ব্রার্দাসের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আল আমিন হোসেন।

এদিকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে খেলছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথমে ব্যাট করে তামিম ইকবালের দল সংগ্রহ করেছে ৯ উইকেটে ২৫৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন তাওহীদ হৃদয়। রূপগঞ্জের হয়ে ৪ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম।

দিনের অন্য ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৪৩ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেছেন এনামুল হক বিজয়।

অধিনায়ক ছাড়ার ব্যাট হাতে সুবিধা করতে পারেননি দলটির আর কোনো ব্যাটার। ৭১ বলে ৩৫ রান করেছেন আমিনুল ইসলাম বিপ্লব এবং আব্দুল গাফফারের ব্যাট থেকে এসেছে ২৪ রান। প্রাইম ব্যাংকের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন আরাফাত সানি ও নাহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মুমিনুলের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ, আবাহনীর বড় সংগ্রহ

আপডেট সময় : ০৩:০০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডের খেলা চলছে আজ। শনিবার তিন ভেন্যুতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নেমেছে ছয় দল। বিকেএসপির তিন নম্বর মাঠে খেলছে ব্রাদার্স ইউনিয়ন ও আবাহনী। প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে তিনশর বেশি রান সংগ্রহ করেছে হান্নান সরকারের শিষ্যরা।

নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে আবাহনী সংগ্রহ করেছে ৩১০ রান। দলের হয়ে সর্বোচ্চ ৯২ রান করেন মুমিনুল হক। ৮ রানের জন্য করতে পারেননি সেঞ্চুরি। তাছাড়া মোহাম্মদ মিঠুন করেন ৭১ রান। শেষ দিকে ভালো ব্যাটিং করেছেন মাহফুজুর রহমান রাব্বি এবং রাকিবুল হাসান। ব্রার্দাসের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আল আমিন হোসেন।

এদিকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে খেলছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথমে ব্যাট করে তামিম ইকবালের দল সংগ্রহ করেছে ৯ উইকেটে ২৫৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন তাওহীদ হৃদয়। রূপগঞ্জের হয়ে ৪ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম।

দিনের অন্য ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৪৩ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেছেন এনামুল হক বিজয়।

অধিনায়ক ছাড়ার ব্যাট হাতে সুবিধা করতে পারেননি দলটির আর কোনো ব্যাটার। ৭১ বলে ৩৫ রান করেছেন আমিনুল ইসলাম বিপ্লব এবং আব্দুল গাফফারের ব্যাট থেকে এসেছে ২৪ রান। প্রাইম ব্যাংকের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন আরাফাত সানি ও নাহিদুল ইসলাম।