সুপার ওভারে মেডেন, টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড

- আপডেট সময় : ০২:৩০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মেডেন ওভারের রেকর্ড অহরহ। কিন্তু সুপার ওভারে মেডেনের রেকর্ড কী আছে! এতদিন ছিল না। গতকাল দেখা গেল সেটা। মালয়েশিয়ায় ত্রিদেশীয় সিরিজে বাহরাইন ও হংকং ম্যাচে সুপার ওভারে শূন্য রানে গুটিয়ে যায় বাহরাইন, যা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম।
সুপার ওভারে আগে ব্যাটিং করে বাহরাইন। প্রথম বল ডট হওয়ার পর উইকেট হারিয়েছে পরের দুই বলেই। আর তাতেই সুপার ওভারের নিয়ম অনুযায়ী অলআউট বাহরাইন। নিয়ম অনুসারে, সুপার ওভারে কোনো দলের সর্বোচ্চ উইকেট পড়তে পারে দুটিই! সুপার ওভারে মেডেন দেওয়ার কীর্তি গড়েন হংকং পেসার ইহসান খান।
১ রানের লক্ষ্য ছুঁতে গিয়ে প্রথম দুই বল ডট খেলেছেন হংকংয়ের ব্যাটার বাবর হায়াত। তিন নম্বর বলে সিঙ্গেল নিয়ে ম্যাচ জিতিয়েছেন বাবর। ত্রিদেশীয় সিরিজের বাকি দলটি মালয়েশিয়া।
টি-টোয়েন্টিতে সুপার ওভারে এর আগে সর্বনিম্ন ছিল গত বছরের জানুয়ারিতে আফগানিস্তানের করা ১ রান।
বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে সেটি ছিল ম্যাচের দ্বিতীয় সুপার ওভার। প্রথম সুপার ওভারে দুই দলই ১৬ রান তুললে ম্যাচের মীমাংসার জন্য দ্বিতীয় সুপার খেলতে হয়। সেখানেই ভারতের করা ১১ রানের জবাব দিতে ১ রান করতেই ২টি উইকেট হারিয়ে অলআউট হয় আফগানিস্তান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ ঘটনা নতুন হলেও টি-টোয়েন্টি লিগে এটা নতুন কিছু নয়। টি-টোয়েন্টি লিগগুলোতে সুপার ওভারে কোনো রান না করতে পারার ঘটনা আছে একাধিকবার।
ওয়ানডে ক্রিকেটে সুপার ওভার হয়েছে ৪ বার, যেখানে সর্বনিম্ন রান ২। ২০২০ সালে নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সুপার ওভারে ২ রান করেছিল পাকিস্তান।