সিলেট ০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটে তৎপর বিআরটিএ : অতিরিক্ত ভাড়া নিলেই নেয়া হচ্ছে ব্যবস্থা সিলেটে বিআরটিএ মোবাইল কোর্টের অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় করায় হানিফ পরিবহনকে জরিমানা সিলেটে ছিনতাইয়ের শিকার বিএনপি নেতা সিলেটে বাস ভাড়ার তালিকা না থাকায় দুই বাস কোম্পানীকে বিআরটিএ জরিমানা জনগণের অধিকার বলতে আমরা ভোটের অধিকারকে বুঝি: খন্দকার মোশাররফ মন যুগিয়ে চলতে সরকার নিজেদের অবস্থান দুর্বল করছে’ রাজধানীতে ধাওয়া দিয়ে ৫ ছিনতাইকারীকে ধরলেন ৩ ট্রাফিক সার্জেন্ট সংস্কারবিহীন নির্বাচন কোনো কাজে দেবে না: নাহিদ ইসলাম ইউক্রেনকে ৪-২ গোলে হারিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশ গাজা যুদ্ধবিরতি অনিশ্চিত, হামাসের ‘অবাস্তব’ দাবি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

আলভারেজের গোল বাতিল নিয়ে ক্ষুব্ধ অ্যাটলেটিকো কোচ 

আজকের পাতা ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ৪ বার পড়া হয়েছে

চ্যাম্পিয়নস লিগের শেষ আটে ওঠার লড়াইয়ে এগিয়ে থেকেই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। কিন্তু ম্যাচের এক মিনিটেরও কম সময়ে গোল হজম করে দলটি। এরপর ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি মিস এবং ফলাফল নির্ধারণী টাইব্রেকারে হুলিয়ান আলভারেজের গোল বাতিল! সব মিলিয়ে দুই নগর প্রতিদ্বন্দ্বীর এক রোমাঞ্চকর লড়াই উপভোগ করল ফুটবল প্রেমীরা। চ্যাম্পিয়নস লিগের ধ্রুপদি এই লড়াইয়ে অ্যাটলেটিকোকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শেষ আটে গেছে রিয়াল।

তবে মাঠের লড়াইয়ে দুই দলের উত্তাপ ছড়ানো এই ম্যাচ বির্তক তৈরি হয়েছে পেনাল্টিতে গোল হওয়ার পরও জুলিয়ান আলভারেজের গোল বাতিল করা নিয়ে। টাইব্রেকারে তখন ২-২ সমতা। এরপরেই বাঁধে বিপত্তি। এমবাপে প্রথম আঙুল তুললেন আলভারেজের পেনাল্টি নিয়ে। রেফারিকে ইঙ্গিত করেন আর্জেন্টাইন ফরোয়ার্ডের পেনাল্টিতে দুবার বল স্পর্শ হয়েছে। প্রায় সঙ্গে সঙ্গেই অভিযোগ করেছিলেন রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক থিবো কর্তোয়া। 

তৃতীয় শট নিতে যাওয়া ফেদেরিকো ভালভের্দেকে তখন থামিয়ে দেন রেফারি সিমোন মার্সিনিয়াক। ভিএআর থেকে খানিক পরেই সিদ্ধান্ত আসে ডান পায়ে শট নেয়ার আগ মুহূর্তে খানিকটা নিয়ন্ত্রণ হারিয়ে বাঁ পাও লেগে যায় বলে। আর ‘ডাবল টাচ’ হওয়ায় বল জালে জড়ালেও বাতিল হয়। 

শেষ পর্যন্ত এটাই গড়ে দেয় পার্থক্য। রিয়াল ম্যাচ জেতে টাইব্রেকে ৪-২ ব্যবধানে। ম্যাচ শেষে অ্যাটলেটিকোর কোচ দিয়েগো সিমিওনের বলেছেন, ‘রেফারি বলেছেন পেনাল্টি স্পটে জুলিয়ান (শট নেয়ার সময়) যে পায়ে (বাঁ পা) দাঁড়িয়েছিল, সেই পা দিয়ে বল স্পর্শ করেছে। কিন্তু বল তো নড়েনি। পেনাল্টি শটটি সঠিক না ভুল ছিল-ব্যাপারটি এখন এ নিয়ে শুধু তর্কই বাড়াবে। এসব ছাপিয়ে আমি খেলোয়াড়দের নিয়ে গর্বিত। সত্যি বলতে সুখী লাগছে।’

সুখী লাগার কারণ ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘আমরা উদাহরণ দেয়ার মতো প্রতিদ্বন্দ্বিতা করেছি। হ্যাঁ, অবশ্যই আমরা চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালকে হারাতে পারিনি। কিন্তু আমাদের বিপক্ষে তাদের খুব বাজে সময় কেটেছে।’

‘শুটআউটে পেনাল্টি নেয়া ঠিক ছিল কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ভিএআরের সাহায্য নিতে কখনো দেখিনি। কিন্তু তারা দেখেছেন যে সে বলটা স্পর্শ করেছে। আমিও এটা বিশ্বাস করতে চাই। আমি বিশ্বাস করতে চাই যে তারা দেখেছেন যে, বল স্পর্শ করেছে।’

‘আপনারা হাত তুলুন, যারা দেখেছেন জুলিয়ান বল দ্বিতীয়বার স্পর্শ করেছে। কে হাত তুলবেন? কেউই হাত তোলেননি। এর বেশি আর কিছুই আমার বলার নেই, তাহলে পরের প্রশ্নে যেতে চাই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আলভারেজের গোল বাতিল নিয়ে ক্ষুব্ধ অ্যাটলেটিকো কোচ 

আপডেট সময় : ০৪:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

চ্যাম্পিয়নস লিগের শেষ আটে ওঠার লড়াইয়ে এগিয়ে থেকেই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। কিন্তু ম্যাচের এক মিনিটেরও কম সময়ে গোল হজম করে দলটি। এরপর ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি মিস এবং ফলাফল নির্ধারণী টাইব্রেকারে হুলিয়ান আলভারেজের গোল বাতিল! সব মিলিয়ে দুই নগর প্রতিদ্বন্দ্বীর এক রোমাঞ্চকর লড়াই উপভোগ করল ফুটবল প্রেমীরা। চ্যাম্পিয়নস লিগের ধ্রুপদি এই লড়াইয়ে অ্যাটলেটিকোকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শেষ আটে গেছে রিয়াল।

তবে মাঠের লড়াইয়ে দুই দলের উত্তাপ ছড়ানো এই ম্যাচ বির্তক তৈরি হয়েছে পেনাল্টিতে গোল হওয়ার পরও জুলিয়ান আলভারেজের গোল বাতিল করা নিয়ে। টাইব্রেকারে তখন ২-২ সমতা। এরপরেই বাঁধে বিপত্তি। এমবাপে প্রথম আঙুল তুললেন আলভারেজের পেনাল্টি নিয়ে। রেফারিকে ইঙ্গিত করেন আর্জেন্টাইন ফরোয়ার্ডের পেনাল্টিতে দুবার বল স্পর্শ হয়েছে। প্রায় সঙ্গে সঙ্গেই অভিযোগ করেছিলেন রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক থিবো কর্তোয়া। 

তৃতীয় শট নিতে যাওয়া ফেদেরিকো ভালভের্দেকে তখন থামিয়ে দেন রেফারি সিমোন মার্সিনিয়াক। ভিএআর থেকে খানিক পরেই সিদ্ধান্ত আসে ডান পায়ে শট নেয়ার আগ মুহূর্তে খানিকটা নিয়ন্ত্রণ হারিয়ে বাঁ পাও লেগে যায় বলে। আর ‘ডাবল টাচ’ হওয়ায় বল জালে জড়ালেও বাতিল হয়। 

শেষ পর্যন্ত এটাই গড়ে দেয় পার্থক্য। রিয়াল ম্যাচ জেতে টাইব্রেকে ৪-২ ব্যবধানে। ম্যাচ শেষে অ্যাটলেটিকোর কোচ দিয়েগো সিমিওনের বলেছেন, ‘রেফারি বলেছেন পেনাল্টি স্পটে জুলিয়ান (শট নেয়ার সময়) যে পায়ে (বাঁ পা) দাঁড়িয়েছিল, সেই পা দিয়ে বল স্পর্শ করেছে। কিন্তু বল তো নড়েনি। পেনাল্টি শটটি সঠিক না ভুল ছিল-ব্যাপারটি এখন এ নিয়ে শুধু তর্কই বাড়াবে। এসব ছাপিয়ে আমি খেলোয়াড়দের নিয়ে গর্বিত। সত্যি বলতে সুখী লাগছে।’

সুখী লাগার কারণ ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘আমরা উদাহরণ দেয়ার মতো প্রতিদ্বন্দ্বিতা করেছি। হ্যাঁ, অবশ্যই আমরা চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালকে হারাতে পারিনি। কিন্তু আমাদের বিপক্ষে তাদের খুব বাজে সময় কেটেছে।’

‘শুটআউটে পেনাল্টি নেয়া ঠিক ছিল কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ভিএআরের সাহায্য নিতে কখনো দেখিনি। কিন্তু তারা দেখেছেন যে সে বলটা স্পর্শ করেছে। আমিও এটা বিশ্বাস করতে চাই। আমি বিশ্বাস করতে চাই যে তারা দেখেছেন যে, বল স্পর্শ করেছে।’

‘আপনারা হাত তুলুন, যারা দেখেছেন জুলিয়ান বল দ্বিতীয়বার স্পর্শ করেছে। কে হাত তুলবেন? কেউই হাত তোলেননি। এর বেশি আর কিছুই আমার বলার নেই, তাহলে পরের প্রশ্নে যেতে চাই।’