সিলেটে বিআরটিএ মোবাইল কোর্টের অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় করায় হানিফ পরিবহনকে জরিমানা

- আপডেট সময় : ০৬:৪৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ১২ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশবাসীকে নির্বিঘ্নে ঘরে ফিরতে মাঠে কাজ করছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। প্রতিদিনের ন্যায় আজও সিলেটের বিভিন্ন স্থানে দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করেন তারা।
জানা যায়,গত ২৫শে মার্চ থেকে দেশের সবকটি বিভাগীয় শহর,জেলা শহরের বাস টার্মিনালগুলোতে তদারকি পরিচালনা করছেন বিআরটিএ। ঈদে নির্বিঘ্নে মানুষকে ঘরে ফিরতে যাত্রীদের হয়রানী,অতিরিক্ত ভাড়া আদায়, সড়ক দূর্ঘটনা রোধে প্রতিযোগীতামূলক গাড়ি না চালাতে জোড়ালো অভিযানে নামে বিআরটিএ। ঈদ উপলক্ষ্যে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়,হয়রাণীর কারণে জরিমানা গুণতে হয়েছে বেশ কয়েকটি বাস কোম্পানীগুলোকে।
অদ্য সিলেটের কদমতলী বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে অভিযান পরিচালনা করে বিআরটিএ। এ সময় সিলেট-চাপাইনবাবগঞ্জের নির্দিষ্ট ভাড়া থেকে অতিরিক্ত ২৫০ টাকা ভাড়া আদায় ও কাউন্টারের ভাড়ার তালিকা টানানো না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে হানিফ পরিবহনের দুইটি কাউন্টারকে সর্বমোট ২১০০০ জরিমানা
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস ও মোটরযান পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন,মোটরযান পরিদর্শক আব্দুল বারী সহ বিআরটিএ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
বিআরটিএ সূত্রে জানা যায়,ঈদে টিকেট নিয়ে কালোবাজারী রোধ,যাত্রীর চাপে অতিরিক্ত ভাড়া আদায়, সড়কে শৃঙ্খলা ফেরাতে দূর্ঘটনা রোধে বিআরটিএ তৎপর রয়েছে।
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের অভ্যন্তরে বিআরটিএ-র উদ্দ্যাগে ভিজিলেন্স কাউন্টারে চালু করা হয়েছে,কোন যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বা কোন কারণে যাত্রী হয়রানীর শিকার হলে উক্ত কাউন্টারে অভিযোগ জানালে বিআরটিএ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।