সিলেটে তৎপর বিআরটিএ : অতিরিক্ত ভাড়া নিলেই নেয়া হচ্ছে ব্যবস্থা

- আপডেট সময় : ০৩:৪৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ১২ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতরের যাত্রা নির্বিঘ্নে করতে সারাদেশের ন্যায় সিলেটেও বেশ তৎপর রয়েছে বিআরটিএ। আজ বৃহস্পতিবার সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ। এরপর সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে বিভিন্ন কাউন্টার পরিদর্শন করেন তারা।
এ সময় অতিরিক্ত ভাড়া আদায়,সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার তালিকা কাউন্টারে দৃশ্যমান না থাকায় বেশ কয়েকটি বাস কোম্পানীকে সতর্কতামূলক জরিমানা করা হয়।
সিলেট বিআরটিএ,সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট জেলা বাস-মিনিবাস মালিক শ্রমিক নেতৃবৃন্দদের যৌথ উদ্দ্যাগে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিআরটিএ উপ-পরিচালক মোহাম্মদ ডালিম উদ্দিন,বিআরটিএ পরিদর্শক জিল্লুর রহমান চৌধুরী,আব্দুল বারী, সিলেট জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি আবুল হাসান চৌধুরী, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মোহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক শ্রমিক সভাপতি নাদির আহমদ, সেক্রেটারী সাদেক খান।
গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া এই অভিযান চলবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত।