সিলেট ১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটে তৎপর বিআরটিএ : অতিরিক্ত ভাড়া নিলেই নেয়া হচ্ছে ব্যবস্থা সিলেটে বিআরটিএ মোবাইল কোর্টের অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় করায় হানিফ পরিবহনকে জরিমানা সিলেটে ছিনতাইয়ের শিকার বিএনপি নেতা সিলেটে বাস ভাড়ার তালিকা না থাকায় দুই বাস কোম্পানীকে বিআরটিএ জরিমানা জনগণের অধিকার বলতে আমরা ভোটের অধিকারকে বুঝি: খন্দকার মোশাররফ মন যুগিয়ে চলতে সরকার নিজেদের অবস্থান দুর্বল করছে’ রাজধানীতে ধাওয়া দিয়ে ৫ ছিনতাইকারীকে ধরলেন ৩ ট্রাফিক সার্জেন্ট সংস্কারবিহীন নির্বাচন কোনো কাজে দেবে না: নাহিদ ইসলাম ইউক্রেনকে ৪-২ গোলে হারিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশ গাজা যুদ্ধবিরতি অনিশ্চিত, হামাসের ‘অবাস্তব’ দাবি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

জামালপুরে ইউপি প্রশাসককে হুমকি দিয়ে ক্ষমা চাইলেন বিএনপি নেতা

আজকের পাতা ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৪ বার পড়া হয়েছে

জামালপুরের মাদারগঞ্জে প্রশাসককে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দেওয়ার হুমকি দেন বিএনপি নেতা মিজানুর রহমান রতন। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে সিধুলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় শুক্রবার (১৪ মার্চ) ইউপি প্রশাসকের নিকট ক্ষমা চেয়েছেন ওই বিএনপি নেতা।

জানা গেছে, মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আত্মগোপনে থাকায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলামকে ওই ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। গত বৃহস্পতিবার মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিধুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান রতন তার কর্মী-সমর্থকদের নিয়ে সিধুলী ইউনিয়ন পরিষদে যান। সেখানে আসন্ন ঈদের ভিজিএফের তালিকাসহ ইউনিয়ন পরিষদের অন্য সব কাজ তার কথামতো করতে হবে বলে ইউপি প্রশাসককে তাগিদ দেন। এতে ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম সরকারি নিয়মে কাজ করার কথা জানালে বিএনপি নেতা মিজানুর রহমান রতন তাকে পরিষদের কার্যালয় থেকে বের হয়ে যেতে বলেন। ইউনিয়ন পরিষদের প্রশাসকের সঙ্গে এমন অভদ্র আচরণে স্থানীয় বিএনপির নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ও সিধুলী ইউনিয়ন পরিষদের প্রশাসক শাহাদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেলে মিজানুর রহমান রতন দলবল নিয়ে প্রবেশ করে পরিষদের সব কাজ তার কথামতো করতে হবে বললে আমি সরকারি নিয়মে কাজ করার কথা জানাই। আমার কথা শুনে মিজানুর রহমান আমাকে অফিস থেকে বেরিয়ে যেতে বলেন। এ সময় মিজানুর রহমানের সঙ্গে থাকা লোকজন আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে মিজানুর রহমান তার দুর্ব্যবহারে জন্য ক্ষমা চেয়েছেন।

এ বিষয়ে মিজানুর রহমান রতন জানান, ইউনিয়ন পরিষদের প্রশাসক শাহাদুল ইসলামের সঙ্গে তার একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তবে সেটার সমাধান হয়ে গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ জানান, ইউনিয়ন পরিষদের প্রশাসক শাহাদুল ইসলামের সঙ্গে মিজানুর রহমানের বিষয়টি সমাধান হয়েছে। প্রশাসনিক কাজে প্রতিনিয়ত এ ধরনের ঘটনার মুখোমুখি হচ্ছেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামালপুরে ইউপি প্রশাসককে হুমকি দিয়ে ক্ষমা চাইলেন বিএনপি নেতা

আপডেট সময় : ০৩:২২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

জামালপুরের মাদারগঞ্জে প্রশাসককে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দেওয়ার হুমকি দেন বিএনপি নেতা মিজানুর রহমান রতন। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে সিধুলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় শুক্রবার (১৪ মার্চ) ইউপি প্রশাসকের নিকট ক্ষমা চেয়েছেন ওই বিএনপি নেতা।

জানা গেছে, মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আত্মগোপনে থাকায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলামকে ওই ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। গত বৃহস্পতিবার মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিধুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান রতন তার কর্মী-সমর্থকদের নিয়ে সিধুলী ইউনিয়ন পরিষদে যান। সেখানে আসন্ন ঈদের ভিজিএফের তালিকাসহ ইউনিয়ন পরিষদের অন্য সব কাজ তার কথামতো করতে হবে বলে ইউপি প্রশাসককে তাগিদ দেন। এতে ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম সরকারি নিয়মে কাজ করার কথা জানালে বিএনপি নেতা মিজানুর রহমান রতন তাকে পরিষদের কার্যালয় থেকে বের হয়ে যেতে বলেন। ইউনিয়ন পরিষদের প্রশাসকের সঙ্গে এমন অভদ্র আচরণে স্থানীয় বিএনপির নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ও সিধুলী ইউনিয়ন পরিষদের প্রশাসক শাহাদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেলে মিজানুর রহমান রতন দলবল নিয়ে প্রবেশ করে পরিষদের সব কাজ তার কথামতো করতে হবে বললে আমি সরকারি নিয়মে কাজ করার কথা জানাই। আমার কথা শুনে মিজানুর রহমান আমাকে অফিস থেকে বেরিয়ে যেতে বলেন। এ সময় মিজানুর রহমানের সঙ্গে থাকা লোকজন আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে মিজানুর রহমান তার দুর্ব্যবহারে জন্য ক্ষমা চেয়েছেন।

এ বিষয়ে মিজানুর রহমান রতন জানান, ইউনিয়ন পরিষদের প্রশাসক শাহাদুল ইসলামের সঙ্গে তার একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তবে সেটার সমাধান হয়ে গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ জানান, ইউনিয়ন পরিষদের প্রশাসক শাহাদুল ইসলামের সঙ্গে মিজানুর রহমানের বিষয়টি সমাধান হয়েছে। প্রশাসনিক কাজে প্রতিনিয়ত এ ধরনের ঘটনার মুখোমুখি হচ্ছেন বলেও জানান তিনি।